সুবিচার চেয়ে পশ্চিম থানায় ডেপুটেশন দিলেন এলাকাবাসীকে নিয়ে আক্রান্ত আশা কর্মী

আগরতলা : সুবিচার চেয়ে পশ্চিম থানায় ডেপুটেশন দিলেন এলাকাবাসীকে নিয়ে আক্রান্ত আশা কর্মী। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাজধানীর মাস্টার পাড়া এলাকার বাসিন্দা লক্ষ্মি দেবনাথ পাল আশাকর্মী হিসেবে নিযুক্ত হন। বাড়ি বাড়ি গিয়ে এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আশা কর্মীকে বলা হয়। সেই মতো তিনি বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু করেন। অভিযোগ মাস্টার পাড়া আশা কর্মীর বাড়ির উল্টো দিকে রাজীব সাহা নামে এক ব্যক্তির বাড়ি। মহিলা সেই বাড়িতে সার্ভের কাজ শেষ করার পরে রাজীব সাহার ছোট ভাই আশা কর্মীর সাহায্যে সন্তানের পোলিও দেন। এর পরে রাজীব সাহার আরও দুই ভাড়াটিয়াও নিজেদের সন্তানদের পোলিও ডোজ খাওয়ান জগহরিমুড়া সাব সেন্টারে নিয়ে। অভিযোগ এর পরেই রাজীব সাহা ক্ষিপ্ত হয়ে যান আশা কর্মীর বিরুদ্ধে। অভিযোগ ঘটনার দুই তিন দিন পরে রাজীব সাহা আশা কর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। অভিযোগ, রবিবারদিনও অনুরূপ ঘটনা ঘটে। অভিযোগ রাতের বেলা আশা কর্মীর বাড়ির সামনে গিয়ে রাজীব সাহা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তখন আশা কর্মী বের হয়ে এসে জিজ্ঞেস করতেই রাজীব সাহা উনাকে মারধর করেন বলে অভিযোগ। এও অভিযোগ আশা কর্মী চিৎকার করতেই উনার কলেজ পড়ুয়া মেয়ে ঘর থেকে বের হয়ে আসতেই তাঁকেও মারধর করেন রাজীব সাহা ও তাঁর স্ত্রী। ঘটনা পশ্চিম থানায় রাতেই আক্রান্ত মহিলা জানালে পুলিস গিয়ে ঘুরে চলে আসে। সোমবার সকালে আশা কর্মী ও এলাকার লোকজন মিলে পশ্চিম থানায় এসে বিক্ষোভ দেখান তারা এবং ঘটনার সুবিচার চান আশা কর্মী। এখন দেখার পুলিস কি ব্যবস্থা নেয়?

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র