বেসরকারি সংস্থায় ১৩৬ পদে লোক নিয়োগের জন্য মেলা

আগরতলা : রাজ্য ও বহিঃরাজ্যের বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজের সুযোগ মিলছে রাজ্যের যোগ্য ছেলে-মেয়েদের। বিভিন্ন সময়ে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-র মাধ্যমে। ইতিমধ্যে রাজ্যের বহু ছেলে- মেয়ে বিভিন্ন নামী সংস্থায় সুনামের সঙ্গে কাজ করছেন। তাদের বেতন ভাতাও মিলছে ভালো। পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার ফের চারটি বেসরকারি সংস্থায় লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেওয়া হয়। অন্নপূর্ণা ফাইনান্স, প্রাণ, শ্রীরাম ফাইনান্স সহ ৪ টি বেসরকারি নামী সংস্থার বিভিন্ন পদে ১৩৬ জন লোক নিয়োগের জন্য ছেলে-মেয়েদের কাছ থেকে আবেদন পত্র সংগ্রহ করা হয়।ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার উদ্যোগে হয় জব ফেয়ার হয় এদিন। রাজধানীর এম বি বি কলেজ প্রাঙ্গণে হয় চাকরি মেলা। বিভিন্ন জায়গা থেকে ছেলে-মেয়েরা এতে অংশ নেন। চাকরি মেলাকে ঘিরে ভালো সাড়া পড়ে বলে জানান দায়িত্ব প্রাপ্ত এক আধিকারিক।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের