মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করলো এবিভিপি

আগরতলা : পশ্চিমবাংলার সন্দেশখালিতে স্থানীয় মহিলাদের উপরে সেই রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের দুর্বৃত্তরা লাগাতার নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে শুধু পশ্চিমবাংলা নয়, ত্রিপুরায়ও সরব ভারতীয় জনতা পার্টি ও তাঁর বিভিন্ন শাখা সংগঠন। এবার পথে নাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মঙ্গলবার একযোগে রাজ্যের বিভিন্ন জেলা-মহকুমায় হয় ধিক্কার মিছিল- ডেপুটেশন। এদিন আগরতলায় অনুরূপ কর্মসূচী পালন করা হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিম জেলা কমিটির তরফে।রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে তারা বিক্ষোভ সংঘটিত করে। পরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকর্তারা।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস