এবছরও হবে আগরতলায় চা-র জন্য দৌড়

আগরতলা : ওপেন ক্রসক্রান্ট্রি দৌড় এবছরও হবে আগরতলায়। à§§à§§ মার্চ হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শনিবার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অফিসে সাংবাদিক সম্মেলনে জানালেন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। সঙ্গে ছিলেন নিগমের এম ডি মানিক লাল দাস সহ অন্য দুই সদস্য। চেয়ারম্যান জানান ত্রিপুরা চা শিল্পের উন্নয়নে এবং সর্বস্তরে ‘ত্রিপুরার চা’ এর গ্রহনযোগ্যতা বৃদ্ধি ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ও ভারতীয় চা পর্ষদের সহায়তায় এবারও হবে ওপেন ক্রসক্রান্ট্রি দৌড়। বীর চন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে বের হবে দৌড়। ছেলেদের à§« কিলোমিটার এবং মেয়েদের à§© কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হবে। তিনি জানান এর সূচনা করবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রায় দুই শতাধিক ছেলে-মেয়ে অংশগ্রহন করবেন বলে আশা ব্যক্ত করেন মেয়র। উভয় বিভাগে প্রথম দশজনকে আর্থিক পুরষ্কার দেওয়া হবে। এছাড়া ১২ মার্চ হবে টি ফর রান। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরী থেকে এর সূচনা হবে। এতে সমাজের বিভিন্ন স্তরের নাগরিক অংশগ্রহন করবেন। উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, যুব ও ক্রীড়া দপ্তরেরমন্ত্রী টিস্কু রায় সহ অন্যরা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি