রাজ্য সরকার প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে কাজ করছে___ মুখ্যমন্ত্রী

আগরতলা : রাজ্য সরকার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে কাজ করছে ।রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছে। রাজ্যের বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে বদ্ধপরিকর। বর্তমান রাজ্য সরকার রাজ্যে মেডিকেল হাব গড়ে তোলার প্রয়াস নিয়েছে ।শনিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার ৫৪ তম বার্ষিক সম্মেলন ট্রিম্যাকন।উদ্বোধনী দিনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরন গিত্যে ,ডাক্তার জয়ন্ত রায় সহ অন্যান্যরা। এদিন সংবর্ধনা দেওয়া হয় নাকি নবীন ও প্রবীণ চিকিৎসকদের।মুখ্যমন্ত্রী এদিন বলেন রাজ্যের প্রতিটি নাগরিককে স্বাস্থ্য সুরক্ষা রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র ।তিনি বলেন রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যারা অন্তর্ভুক্ত হতে পারেননি এমন পরিবারকে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী জন্য আরোগ্য যোজনা চালু করা হয়েছে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে