উন্নয়ন পর্ষদ গঠনের দাবি বীরজিতের

Development Council Demand committee headed by Congress MLA Birajit Sinha convenes a meeting at TB Association Hall 5

আগরতলা : উন্নয়ন পর্ষদ গঠনের দাবি জানালেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা। রবিবার উন্নয়ন পর্ষদ দাবি কমিটির বৈঠকে এই দাবি রাজ্য সরকারের কাছে রাখেন বীরজিত বাবু। উন্নয়ন পর্ষদ দাবি কমিটির চেয়ারম্যান বীরজিত সিনহার নেতৃত্বে রবিবার দ্বিতীয় রাজ্যভিত্তিক বৈঠক হয় আগরতলায়। এদিন যক্ষ্মা নিবারনি হলে হয় একদিনের বৈঠক। এতে চেয়ারম্যান ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে আগরতলা শহরে বিশাল মিছিল করে। বীরজিত সিনহা এদিন বলেন, পূর্বতন আসাম সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগই এধরণের পর্ষদ গঠন করেছিলেন।তিনি বলেন, এই দাবি করা হয়েছে কারণ উত্তর- পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একটি রাজ্য ত্রিপুরা।এখানে উপজাতি-অনুপজাতি রয়েছে। ২০ টি উপজাতি সম্প্রদায় রয়েছে। এই ২০ সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা উন্নয়ন পর্ষদ গঠনের দাবি এই কমিটির।এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করার দাবিও তাদের।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র