পুনরায় চালু হল কৃষ্ণ নগর ক্লাবে হেলথ সেন্টার

আগরতলা : করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া হেলথ সেন্টার ফের চালু হল রাজধানীর প্রগতি রোডে কৃষ্ণনগর ক্লাবে। রবিবার নতুন ভাবে সেন্টারের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পুর নিগমের কর্পোরেটর অভিষেক দত্ত, ভাস্বতী দেববর্মা, রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডাঃ প্রদীপ ভৌমিক সহ ক্লাবের কর্মকর্তারা। প্রতি রবিবার বিনামূল্যে এই স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ দেওয়া হবে আগের মতোই। বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে রোগীদের পরিষেবা দেবেন।এদিন প্রচুর মানুষ পরিষেবা নিতে সেন্টারে হাজির হন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন প্রতিশ্রুতি দেন প্রগতি স্কুল সংলগ্ন এলাকায় একটি জিম তৈরি করে দেওয়ার। আগামী এক মাসের মধ্যে সেটি করে দেওয়ার আশ্বাস দেন প্রতিমা ভৌমিক। এদিন প্রতিমা ভৌমিক বলেন, স্বাস্থ্যই হল সম্পদ। তিনি বলেন দেশে ১ লাখ ৬৮ হাজার হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার রয়েছে। প্রধানমন্ত্রী এসবের নাম দিয়েছেন আরোগ্য মন্দির।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র