যানজট মুক্ত রাখতে শ্রমিকদের নিয়ে আলোচনা

আগরতলা : আগরতলা শহরে বাড়ছে যানবাহন, বেড়ে চলেছে লোক সংখ্যা।প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়। অভিযোগ কোথাও কোথাও ফুটপাত বেদখল হওয়ার ফলে লোকজন ঠিক ভাবে চলাফেরা করতে পারেন না। এই অবস্থায় আগরতলা শহরকে যানজট মুক্ত করতে আগরতলা পুর নিগম কাজ করে চলেছে। পাশে এগিয়ে এসেছে শ্রমিক সংগঠনও। পথচারীরা যাতে সঠিক ভাবে চলাফেরা করতে পারে সেদিকেও দৃষ্টি দিতে হবে। তবেই শহরকে যানজট মুক্ত রাখা সম্ভব হবে। শ্রমিকদের সচেতনতা কর্মসূচীতে একথা বললেন ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির নেতৃত্ব বিপ্লব কর। শুক্রবার সংগঠনের তরফে সচেতনতা শিবির ও আলোচনা সভা হয় দুর্গাবাড়ি শাখার উদ্যোগে তুলসিবতী স্ট্যান্ডে। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অনায়ন্য শ্রমিক নেতৃত্ব। আলোচনায় বিভিন্ন বিষয় উঠে আসে। ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, নাগরিকদের উপর আস্থা ও বিশ্বাস রেখে আগরতলা পুর নিগমের প্রতিনিধিরা কাজ করে চলেছেন। আগরতলা শহরে পরিবর্তনের ছোঁয়া আকাশ ছুঁয়েছে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM