বাম যুবরা রাজধানীতে মিছিল- সভা করার সিদ্ধান্ত নিয়েছে

আগরতলা : দেশ-সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায় ,শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে রাজ্যে আন্দোলনে নামছে দুই বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। চলতি মাসের ১৪ তারিখ দুই সংগঠন যৌথভাবে আগরতলা শহরে যুব মিছিল- জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছে। ১৪ মার্চ রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে জমায়েত হয়ে শহরে বের হবে মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে ওরিয়েন্ট চৌমুহনীতে হবে সমাবেশ। মঙ্গলবার আগরতলা মেলারমাঠ ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান দুই সংগঠনের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, উপজাতি যুব ফেডারেশনের সভাপতি কৌশিক রায় দেববর্মা, সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা সহ অন্যরা। তারা জানান রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যুবরা সেদিন আগরতলায় আসবেন এবং কর্মসূচীতে যোগ দেবেন দাবি আদায়ে।যুব নেতা নবারুণ দেব কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন।রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বাম যুবরা এই কর্মসূচী গ্রহণ করেছে নিজেদের শক্তির জানান দিতে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে