বেকারত্ব নিয়ে শাসককে নিশানা যুব কংগ্রেসের

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল গুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। বসে নেই বিভিন্ন রাজনৈতিক দলের শাখা- গণসংগঠন গুলি। বিভিন্ন বিষয় নিয়ে তারা সরব হচ্ছেন। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন যুব কংগ্রেস ও এন এস ইউ আই নেতৃত্ব। যুব নেতা নীল কমল সাহা অভিযোগ করেন রাজ্যে জুমলাবাজ সরকার চলছে। এই সরকার মানুষকে দিনের পর দিন ভুল তথ্য ও ভুল প্রতিশ্রুতি দিয়ে যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি অভিযোগ করেন, রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ৯০ শতাংশ স্কুলে শিক্ষক নেই। যুব কংগ্রেস সভাপতি আরও অভিযোগ করেন, রাজ্যে বেকারত্বের হার রেকর্ড ছুঁয়েছে। রাজ্যে বেকারত্ব ১৪ শতাংশের উপরে। উত্তর- পূর্বাঞ্চলে দ্বিতীয়। শিক্ষকের অভাবে কোথাও কোথাও নাকি বড় ক্লাসের ছেলে- মেয়েরা ছোট ক্লাসে পাঠদান করছেন। নিয়োগের নামে পরীক্ষা নেওয়া হলেও নিয়োগ হচ্ছে না। পরীক্ষায় পাস করে নিয়োগ না থাকায় হতাশ বেকাররা। তারা রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হলে তাদের উপর পুলিস লেলিয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন এই সরকার যুবকদের হাতে ড্রাগস তুলে দিয়েছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র