গ্যারান্টি নিয়ে কংগ্রেসের সমালোচনা বিজেপি নেতৃত্বের

আগরতলা : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয় থেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে যারা গ্যারান্টি দিচ্ছেন সেই গ্যারান্টির কি অর্থ আছে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখার গ্যারান্টি দিতে পারছেন না যারা তারা আবার গ্যারান্টি দিচ্ছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব ভুমিকানন্দ রিয়াং, উপেন্দ্র দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বক্তব্যের সমালোচনা করে মন্তব্য করেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় স্তর থেকে স্পষ্টীকরণ দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু যারা এই বিষয়ে বক্তব্য রাখছেন, তাদের আগে জেনে রাখা দরকার, অনুপ্রবেশকারী ও যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সীমান্ত পেরিয়ে আসছেন তাদের মধ্যে পার্থক্য কি। মুখপাত্র আরও বলেন, ভারতীয় জনতা পার্টির তরফে দেওয়া আগের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হয়েছে। তিনি দাবি করেন মোদীজির গ্যারান্টি হল প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি।যখন সংসদে বিজেপির দুইজন সাংসদ ছিল সেইসময় দেওয়া প্রতিশ্রুতিও এখন বাস্তবায়ন করা হচ্ছে। নব্যেন্দু ভট্টাচার্য বলেন, ৩৭০ ধারা থেকে শুরু করে সমস্ত বিষয়।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন