আগরতলা : ইন্ডিয়া ব্লকের আসন সমঝোতার ভিত্তিতে ত্রিপুরায়ও দুই আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট। পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের হয়ে লড়াইয়ের ঘোষণা আগেই দিয়েছে কংগ্রেস। প্রার্থী হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।আর পূর্ব ত্রিপুরা আসনে লড়াই করবে বামফ্রন্ট-র সিপিএম প্রার্থী। রবিবার বিকেলে মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করা হয় বামফ্রন্টের তরফে। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সিপিআই-র নেতা মিলন বৈদ্য সহ অন্য শরিক দলের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি জানান পূর্ব ত্রিপুরা আসনে লড়াই করবে সিপিএম-র প্রাক্তন বিধায়ক তথা দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং। পাশাপাশি নারায়ণ বাবু জানান, রামনগর বিধানসভার উপ-নির্বাচনে লড়াই করবে বামফ্রন্টের হয়ে এলাকার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম পশ্চিম জেলা কমিটির সদস্য রতন দাস। সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, দুই লোকসভা আসনে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয় যাতে সুনিশ্চিত হয় এজন্য সর্বাত্মকভাবে লড়াই করা হবে। একসঙ্গে প্রচার মানুষের কাছে নিয়ে যাওয়া হবে।তিনি শনিবার ভারতের নির্বাচন কমিশনারের সাংবাদিক সম্মেলনে বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, উনারা ভারতের নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছেন সবদিক সুন্দর নির্বাচন সম্পন্ন করার বিষয়ে।