বিধায়কের দেহরক্ষির চিকিৎসার খোঁজ নিতে জিবিতে কল্যাণী

আগরতলা : দুর্ঘটনায় আহত বিধায়কের ব্যক্তিগত দেহরক্ষির চিকিৎসার খোঁজ খবর নিতে মঙ্গলবার ফের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে যান বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি কথা বলেন চিকিৎসক ও আহত বিধায়ক পিনাকী দাস চৌধুরীর ব্যক্তিগত দেহরক্ষির সঙ্গে। কল্যাণী রায় জানান, দেহরক্ষীর বর্তমান অবস্থা এখন স্থিতিশীল। চিন্তার কোন কারণ নেই। তবে সুস্থ হয়ে উঠতে একটু সময় লাগবে। তবে বিধানসভার মুখ্য সচেতক জানান, চিকিৎসকরা যদি আরও উন্নত চিকিৎসার পরামর্শ দেন তাহলে বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা দেখবেন। উল্লেখ্য ৩-৪ দিন আগে আগরতলা আসার পথে আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগরে ভয়াবহ যান দুর্ঘটনায় পড়ে কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরীর গাড়ি। এতে বিধায়ক উনার দেহরক্ষী সহ গাড়ি চালক আহত হন। তবে গাড়ি চালক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ি চলে গেছেন। বিধায়ককে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে পাঠানো হয়েছে। আর উনার ব্যক্তিগত দেহরক্ষী জিবিতে চিকিৎসাধিন।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath