প্রার্থীকে নিয়ে বাইক মিছিল

আগরতলা : পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে বিশাল বাইক মিছিল হয় মোহনপুরে। সাড়া জাগানো মিছিল থেকে আওয়াজ উঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে পশ্চিম লোকসভা আসন থেকে বিপুল ভোটে জয়ী করার জন্য। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাইক মিছিল বের করা হয় মঙ্গলবার বিজেপি মোহনপুর মণ্ডলের তরফে।এদিন ফটিকছড়া থেকে প্রার্থী বিপ্লব দেবকে নিয়ে বের হয় বাইক মিছিল। সুবিশাল মোটর বাইক মিছিলে ছিলেন মোহনপুর এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ মণ্ডলের নেতার। মোহনপুর এলাকার বিভিন্ন পথ ঘুরে বাইক মিছিল শেষ হয় টিলাবাড়ি ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ের সামনে। সেখানে আলোচনা করতে গিয়ে পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, বিরোধী দলের কর্মী- সমর্থকদের বাড়িতেও ভোটের প্রচারে যাওয়া। বিগত দিনে বিপ্লব দেবের কাজকর্মের নিরিখে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন রাখার জন্য কার্যকর্তাদের উদ্দেশ্যে আহ্বান রাখেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী। তিনি বলেন, প্রচারে গিয়ে কারো সঙ্গে উঁচু স্বরে কথা না বলা। ১০০ শতাংশ ভোট যাতে পড়ে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র