পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি হবে বুধবার

আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি হবে বুধবার। অন্যদিকে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি হবে ২৮ মার্চ। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। তিনি জানান বিজ্ঞপ্তি জারির দিন থেকে শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ।মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ। প্রত্যাহার করার তারিখ ৩০ মার্চ। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক জানান রাজ্যে মোট ভোটারের সংখ্যা ২৮ লক্ষ ৫৭ হাজার ৯৯৬ জন। পুরুষ ভোটার ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৯১ জন। আর মহিলা ভোটার ১৪ লক্ষ ২২ হাজার ৪৩৫ জন। তিনি আরো জানান প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দুটি সংসদীয় নির্বাচন ক্ষেত্রে সার্ভিস ভোটার ১০,২৬৬ জন। এর মধ্যে দশ হাজার ৭৯ জন। মহিলা ভোটার ১৮৭ জন। মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিক সম্মেলনে আরো জানান ভোট গ্রহণ কর্মী ,পুলিশ কর্মী ও অন্য নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীগণ যারা নির্বাচনী কেন্দ্রের বাইরে কর্তব্যে নিয়োজিত থাকবেন তারা সাধারণ ভোটারদের মতো ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে পারবেন না।এছাড়াও বিভিন্ন তথ্য তিনি তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষা যেন মগ, শুভাশিস বন্দোপাধ্যায়, স্টেট পুলিস নোডাল অফিসার।

Related posts

যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা বটতলায়

রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন জায়গায় হয় কল্পতরু উৎসব