মনোনয়ন জমা দিলেন এস ইউ সি আইর প্রার্থী

আগরতলা : বিজেপির নেতৃত্বে এনডিএ কিংবা কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট দেশের পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী জোট। প্রতিবারই জনগণ ভোট দিয়ে কোন না কোন দলকে ক্ষমতায় বসায়। কিন্তু স্বাধীনতার ৭৭ বছর পরেও দেশ বর্তমানে সামাজিক- অর্থনৈতিক-সাংস্কৃতিক সঙ্কটে নিমজ্জিত। তীব্র বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, দারিদ্রের হাহাকার দেশে। অথচ শাসক দল উন্নয়নের স্লোগান তুলছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা করে এই মন্তব্য করলেন এস ইউ সি আই- র প্রার্থী অরুন কুমার ভৌমিক। বুধবার পশ্চিম লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে মনোনয়ন পত্র দাখিল করেন একজন নির্দল প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন জমার দ্বিতীয় দিনে নিজের মনোনয়ন জমা করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এস ইউ সি আই এর রাজ্য সম্পাদক অরুন কুমার ভৌমিক। কয়েকজন কর্মী নিয়ে তিনি পশ্চিম আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমারের কাছে মনোনয়ন দাখিল করেন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি