প্রচারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা : দুটি লোকসভা আসনের মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর মানুষের আস্থা আছে। ২০১৯ সালের তুলনায় পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। শক্তিশালী করতে হবে প্রধানমন্ত্রীর হাতকে।পশ্চিম লোকসভা আসনের প্রার্থীর সমর্থনে পদযাত্রায় অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। তিনি আরও বলেন, বিজেপি একাই লোকসভায় ৩৭০- র বেশি আসন পাবে। আর এন ডি এ জোট ৪০০ আসন অতিক্রম করবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার আহ্বানে চলছে প্রচার কর্মসূচী। শুক্রবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রে হয় পদযাত্রা। এদিন চারিপাড়া এলাকা থেকে পদযাত্রা বের হয়। প্রচুর কর্মী- সমর্থক উৎসাহ নিয়ে পদযাত্রায় অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যরা।

ভোট প্রচারে মুখ্যমন্ত্রী

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী