সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা-র মিছিল- সভা আগরতলায়

আগরতলা : ভগত সিং ,সুখদেব ও রাজগুরুর শহীদান দিবসে ‘গণতন্ত্র বাঁচাও দিবস ‘ হিসেবে পালন করলো সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা।মোর্চার মিছিল শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনিতে সভায় মিলিত হয়।শনিবার রাজধানীর মেলারমাঠ থেকে বের হয় স্লোগান মুখরিত মিছিল। শহর ঘুরে মিছিল শেষে সভায় রাখতে গিয়ে সংযুক্ত কিষান মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর বলেন দেশের মোদি সরকার শিক্ষা-সংস্কৃতি কৃষি ব্যবস্থা, কৃষক, শিল্প সমৃদ্ধিতে সম্পূর্ণ ব্যর্থ।যুব সম্প্রদায় হতাশ।এটা বরদাস্ত করা যায় না ।তিনি বলেন এই সরকার শ্রমজীবী মানুষের ও কৃষক বিরোধী।একে হটাতে রাজ্যে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা ও রাজেন্দ্র রিয়াংকে লোকসভার দুটি আসনে ও বিধানসভার উপনির্বাচনে রতন দাসকে বিপুল ভোটে জয় যুক্ত করতে আহ্বান জানান। পবিত্র বাবু বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও যুবকদের হৃদয়ের নেতা ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব।আজ তারাই পাথেয়।সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর বলেন আর ইংরেজদের তোষামোদকারীরা, মুচলেকা দিয়ে ইংরেজদের সহায়ককারীরা আজ দেশের শাসক ।এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? তিনি প্রশ্ন তোলেন একের পর এক বে আইনী ফরমান জারি করে মানুষের মূল সমস্যাকে গভীর থেকে গভীরতর সঙ্কটে ফেলে দিয়েছে।সভায় বক্তব্য রাখেন রাজ্য যুব নেতা নবারুণ দেব ও কৃষক নেতা রাসবিহারী ঘোষ।সভায় সভাপতিমন্ডলিতে ছিলেন ভানুলাল সাহা,রাস বিহারি ঘোষ ও সুভাষ দেবনাথ।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী