প্রচারে রামনগরে বিজেপি প্রার্থী

আগরতলা : শুধু রামনগর নয়, রাজ্যের মানুষের কাছে জননেতা হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত বিধায়ক সুরজিত দত্ত।প্রয়াত সুরজিত দত্তের আশীর্বাদ ছাড়া রামনগরে কোন কাজ করা সম্ভব নয়। নাম ঘোষণার পর প্রচারে বের হওয়ার আগে প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানাতে গিয়ে এই কথা বললেন রামনগরের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সুরজিত দত্তের অকাল প্রয়াণে উপ-নির্বাচন হতে যাচ্ছে রামনগরে। ভারতীয় জনতা পার্টি উপ ভোটে প্রার্থী করেছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে। যিনি প্রয়াত বিধায়কের খুব কাছের মানুষ। নাম ঘোষণার পরের দিনই শনিবার প্রথমে প্রয়াত বিধায়কের বাস ভবনে যান দীপক মজুমদার। তিনি বিধায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন।কথা বলেন সুরজিত দত্তের পরিজনদের সঙ্গে। প্রয়াত জননেতা তথা বিধায়ক সুরজিত দত্তের আশীর্বাদ নিয়েই উনার গড়ে প্রচারের কাজ শুরু করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে