আগরতলা : মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক স্থাপনের পাশাপাশি জনসমর্থন আদায় করতে হবে।সেই উদ্দেশ্যেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাজ্যের বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন। আর মোদীজির জন্য আশীর্বাদ চাইছেন। সোমবার হোলির দিনে বামুটিয়া বিধানসভা এলাকায় প্রচারে বের হয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। লোকসভার পশ্চিম আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচারে বের হচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার তিনি প্রচার চালান বামুটিয়া বিধানসভার নবগ্রাম এলাকায়। উনার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাক্তনমন্ত্রী প্রকাশ দাস, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পরে একটি সভায় মিলিত হন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, দেশে এনডিএ-র এতো ভালো অবস্থান যে ৪০০-র বেশি পেরিয়ে আসন সংখ্যা কোথায় যাবে তা বলা মুশকিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্র-যুব,নারী কৃষক, শ্রমজীবী সহ সকল অংশের মানুষের কথা চিন্তা করেন।সবকা সাথ, সবকা বিকাশ,সবকা বিশ্বাস ও প্রয়াসের কথা বলেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট-ইস্ট পলিসির কারণে ত্রিপুরায় ন্যাশনাল হাইওয়ে হয়েছে ৬ টি। প্রায় ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে।আরও ৪ টি নতুন জাতীয় সড়কের মঞ্জুরি মিলেছে নীতিগত ভাবে।ত্রিপুরাকে মোদী হীরা মডেল দিয়েছেন। এদিনের কর্মসূচীতে নারী-পুরুষের অংশগ্রহণ ছিল নজরকাড়া।