বামগ্রেসের সমালোচনায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা : ২০১৪ সালে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিল তখন বোঝা গেল দেশ কিভাবে চালাতে হয়,সামনের দিকে এগিয়ে যেতে হয়, আইন-শৃঙ্খলা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। শুধু তাই নয়, আর্থ–সামাজিক ব্যবস্থা কিভাবে উন্নত করতে হয়। সোমবার বড়জলা বিধানসভা এলাকায় এক কর্মসূচীতে যোগ দিয়ে একথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন বর্তমানে ত্রিপুরার আইন-শৃঙ্খলা অনেক ভালো।এখন সুন্দর পরিবেশ রয়েছে।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচারে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার তিনি বামুটিয়া বিধানসভার পরে বড়জলা মণ্ডলেও একটি কর্মসূচীতে যোগ দেন। প্রার্থীর সমর্থনে বড়জলা বিধানসভা এলাকায় হয় বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা।বড়জলা মন্ডল উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের সমর্থনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, ত্রিপুরসা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, মণ্ডল সভাপতি,বিজেপি প্রদেশ কমিটির সদস্য রতন ঘোষ সহ অন্যান্যরা।মতবিনিময় সভায় বিভিন্ন পেশার বিশিষ্টজনেরাও আলোচনা করেন। পরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বামগ্রেসের সমালোচনা করেন। তিনি বলেন, এখন ত্রিপুরায় কংগ্রেস-সিপিএম জোট বলে না। নতুন নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট। মুখ্যমন্ত্রী মন্তব্য করেন ইন্ডিয়া এখন ইন্ডি হয়ে গেছে। শেষে আই থাকবে। তিনি বলেন, রাজ্যের আইন- শৃঙ্খলা এখন অনেক ভালো। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ২০১৪ সালের আগে দেশে মিলিঝুলি সরকার হতো। আর শুধু দুর্নীতি আর দুর্নীতি।কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করেছেন দুর্নীতি ছাড়াও দেশ চালানো যায়।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে