মনোনয়নপত্র পরীক্ষা বৃহস্পতিবার

আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা পড়েছে ৯ টি। শেষদিনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় দল ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেসের প্রার্থী।পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার জানান, বৃহস্পতিবার হবে মনোনয়ন পত্র পরীক্ষা। সেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। ৩০ মার্চ মনোনয়ন পত্র প্রত্যহারের শেষ দিন। রিটার্নিং অফিসার আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য প্রস্তুতিও হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তরফে নির্দেশ এসেছে গরমের মরশুম তাই ভোট কেন্দ্র গুলিতে জল, ও আর এস ও ছাউনির ব্যবস্থা করার। কমিশনের পরামর্শ মতো এসব সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।

Related posts

যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা বটতলায়

রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন জায়গায় হয় কল্পতরু উৎসব