বাইক সহ আটক ৩

আগরতলা : রাজধানীতে একের পর এক চুরির ঘটনা ঘটছে।এবার পূর্ব থানা এলাকায় মোটর বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার তিন অভিযুক্ত। উদ্ধার দুটি বাইক।ধৃতদের পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করলো পূর্ব আগরতলা থানার পুলিস।খোয়াইয়ের বাসিন্দা পেশায় শিক্ষক প্রমোজিত দাস কর্মসূত্রে আগরতলায় ভাড়া থাকেন। তিনি ২৬ মার্চ রাজধানীর মহারাজগঞ্জ বাজারে যান বাজার করতে বাইক নিয়ে। বাইক রেখে বাজার করে এসে দেখেন নেই মোটর বাইক। বিষয়টি তিনি মহারাজগঞ্জ পুলিস ফাঁড়িতে জানান। পুলিস স্থানীয় এক বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে ক্যাম্পের বাজার এলাকার টুটন দাস নামে একজনকে সনাক্ত করে। তাঁকে সোর্স মারফৎ পুলিস গ্রেপ্তার করে। অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে আগরতলা রেলস্টেশন এলাকায় রয়েছে চুরি যাওয়া মোটরবাইক। সঙ্গে উঠে আসে রুবেল হোসেন ও বিশ্বজিত সাহা নামে আরও দুইজনের নাম। তাদেরও গ্রেপ্তার করে পুলিস। পূর্ব থানার পুলিস রেল স্টেশন এলাকা থেকে দুটি মোটর বাইক উদ্ধার করে নিয়ে আসে। এর মধ্যে অপর বাইকটি কিছুদিন আগে ভুতুরিয়া এলাকা থেকে চুরি হয়েছে বলে জানায় পুলিস।অন্য কোন থানা এলাকায় বাইক চুরির ঘটনায় এরা যুক্ত আছে কিনা তারও তদন্ত করে দেখছে পুলিস।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি