উপভোটের ইন্ডিয়া জোট প্রার্থী প্রচারে

আগরতলা : বাড়ি বাড়ি ভোট প্রচারে রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস। শুক্রবার সকালে প্রচারে বের হন ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী। এদিন রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনী থেকে বের হয় প্রার্থীকে নিয়ে মিছিল। এতে ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত, প্রার্থী রতন দাস, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, রূপা গাঙ্গুলি, ছাত্র নেতা সুজিত ত্রিপুরা সহ অন্যরা। কংগ্রেস-সিপিএম কর্মী-সমর্থকরা প্রার্থীকে নিয়ে মিছিল বের করেন। কৃষ্ণনগর এলাকা পর্যন্ত চলে বাড়ি বাড়ি প্রচার। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন প্রার্থী রতন দাস। প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে বের হয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সকলের কাছে আহ্বান রাখেন গণতন্ত্র-সংবিধান ও প্রগতির শক্তিকে জয়ী করার জন্য।এদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস প্রচারে বের হয়ে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান নেতৃত্ব।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি