চা- বাগান প্রতিনিধিদের নিয়ে বৈঠক বিজেপির

Ex CM and BJP candidate for West Tripura Biplab Kumar Deb attends an organisational meeting at party headquarters 9 1

আগরতলা : ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পরে চা-শিল্পের উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে আয়ুষ্মান কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রয়াস নিয়েছে।চা-শ্রমিকদের যত ধরণের সহযোগিতা করা যায় তা বর্তমান রাজ্য সরকার করেছে। বিজেপি সরকার আসার পরে চা- শ্রমিকদের উপরে চাঁদার জুলুম থেকে রেহাই করা হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি টি সেলের সাংগঠনিক সভায় একথা গুলি বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় সাংগঠনিক বৈঠক টি সেলের তরফে চা-বাগান প্রতিনিধিদের নিয়ে। বৈঠক নিয়ে রাজীব বাবু বলেন, আগামী লোকসভা নির্বাচনে মোদীজির সংকল্পকে সার্থক করার লক্ষে কিভাবে মানুষের সঙ্গে জনসম্পর্ক করবেন চা বাগান প্রতিনিধিরা সেবিষয়ে আলোচনা হয় বৈঠকে। এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন, মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের বর্তমান চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যরা।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব