প্রয়াত বিমল সিনহাকে স্মরণ

আগরতলা : ১৯৯৮ সালের ৩১ মার্চ কমলপুরের ধলাই নদীর আভাঙ্গা ঘাটে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রয়াত হয়েছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা ও তার ভাই। প্রতিবছর বিমল সিনহার শহীদান দিবস উদযাপন করে থাকে সিপিএম। রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে। এবছর উনার ২৭ তম শহীদান দিবস। রবিবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস, গোরা চক্রবর্তী সহ অন্যরা। তারা সহ সিপিএম রাজ্য দপ্তরের কর্মীরা প্রয়াত বিমল সিনহার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সিপিএম নেতা তথা বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর অভিযোগ ত্রিপুরায় বিজেপি- তিপ্রা মথা ও আই পি এফ টি জোট সরকার রাজ্যের জাতি-উপজাতি, ঐক্য সম্প্রীতি বিরোধী।তাই এদের বিরুদ্ধে জাতি- উপজাতি সকল অংশের মানুষকে লড়াইয়ের বার্তা দেন নারায়ণ বাবু।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী