আগরতলা : প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রবিবাসরীয় প্রচারে নেমে পড়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ- নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। সময় কম। তাই বিধানসভা এলাকার সকল ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। তবে সবার বাড়ি বাড়ি যাওয়া হয়তো সম্ভব হবে না। বাড়ি বাড়ি প্রত্যেক গণদেবতাদের কাছে সরাসরি যেতে না পারলে পথসভা, বাইক মিছিল, পদযাত্রার মাধ্যমে যাওয়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদারের। রবিবার প্রার্থী বাড়ি বাড়ি প্রচারে যান ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে যে বুথ গুলিতে শাসক দল পিছিয়ে ছিল সেসব বুথে এদিন গণদেবতাদের দোরগোড়ায় ।গণ দেবতাদের কাছে গিয়ে করজোড়ে ভোট ভিক্ষা চান প্রার্থী। বাড়ি বাড়ি প্রচারেই তিনি জোর দিচ্ছেন। পরে প্রতিক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, শুধু বিজেপি নয়, বিরোধী সকলের ভোট চান তিনি। তিনি সকলের আশীর্বাদ চাইছেন যাতে কাজ করার সুযোগ দেওয়া হয়। সকলের জন্য তিনি কাজ করবেন বলে জানান বিজেপি প্রার্থী। এদিন প্রার্থীর সঙ্গে প্রচুর দলীয় কর্মী- সমর্থক প্রচারে অংশ নেন।