এএআই-র প্রতিষ্ঠা দিবসে রক্তদান

আগরতলা : রক্তদানের মাধ্যমে অপরকে সাহায্যের পাশাপাশি নিজেকে সুস্থ রাখা যায়। রক্তদানের মতো কর্মসূচী জারি থাকবে বিমানবন্দরে। এতে সকলের সহযোগিতা মিলবে এই প্রত্যাশা এয়ারপোর্ট অথরিটি আগরতলা শাখার অধিকর্তা কে সি মীনা-র। সোমবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে রক্তদান শিবির হয়। এদিন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ২৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে।এর মধ্যে ছিল রক্তদান শিবির। এতে বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মচারী- অফিসার, বিভিন্ন বিমান সংস্থার কর্মী সহ অন্যরা অংশ নেনবেশ উতসাহের সঙ্গে। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলা শাখার অধিকর্তা কে সি মীনা,সি আই এস এফ আগরতলা শাখার ইনচার্জ ধরমবির সাই, আগরতলা বিমানবন্দরের সিনিয়র ম্যানেজার স্মিতা প্রকাশ,এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার সহ বিভিন্ন বিমান সংস্থার কর্মকর্তারা।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন