আগরতলা : রামনগরের প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের অকাল প্রয়াণে যে শুন্যতা তৈরি হয়েছে তা অনেকাংশে পূরণ করতে পারবেন দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন দীপক মজুমদার।ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উনাকে দেখেন।সেই কারণেই বিজেপির তরফে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে দীপক মজুমদারকে। শুক্রবার রামনগর বিধানসভা কেন্দ্রে পদযাত্রায় অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সঙ্গে রামনগর বিধানসভা নির্বাচনের উপভোট।উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে প্রতিদিন চলছে ঝড়ো প্রচার। প্রার্থী বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি পদযাত্রা- সভায় অংশ নিচ্ছেন। শুক্রবার বিজেপি প্রার্থীর সমর্থনে পদযাত্রা হয় জয়পুর এলাকায়। এদিন সেখান থেকে বের পদযাত্রা। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রার্থী দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, জসীম উদ্দিন সহ অন্যরা। এদিন পদযাত্রায় প্রচুর লোকজন অংশ নেন। জয়পুর থেকে পদযাত্রা বিভিন্ন পথ ঘুরে। এই পদযাত্রা থেকে প্রার্থীর হয়ে ভোট চান মুখ্যমন্ত্রী। এদিনের পদযাত্রা ঘিরে এলাকায় বিজেপি কর্মী- সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।