আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট কেন্দ্র রয়েছে ৭৯৩। শনিবার থেকে রাজধানীর উমাকান্ত একাডেমীতে শুরু হয়েছে ইভিএম ও ভিভিপ্যাট কমিশনিং।বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে চলছে এই কাজ। দুই দিন চলবে ইভিএম ও ভিভিপ্যাট কমিশনিং। এই ইভিএম ও ভিভিপ্যাট কমিশনিং এর পরে তা স্ট্রং রুমে রেখে দেওয়া হবে। সেগুলি ভোটের জন্য পাঠানো হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হচ্ছে এই কাজ। আর ও জানান, সব ইভিএম গুলি ভালো। তিনি আশা প্রকাশ করেন ভোট সুন্দর ভাবেই হবে। প্রায় ১ হাজারের মতো ভিএম রয়েছে। তিনি জানান ২৫ শতাংশ ইভিএম রিজার্ভ রাখা হবে। ভোট কেন্দ্রে কোন সমস্যা হলে এই ইভিএম গুলি কাজে লাগানো হবে। উল্লেখ্য, পশ্চিম লোকসভা ভোটের দিনেই রামনগর বিধানসভার উপনির্বাচন।