আগরতলা : ১৯ এপ্রিল ভোটাররা যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন,উৎসবের মেজাজে, শান্তিপূর্ণ ভাবে যাতে এতে শামিল হন সকলে। রবিবার রাজধানীতে বাই সাইকেল রেলির মাধ্যমে এই বার্তা দিলেন মুখ্য সচিন জে কে সিনহা। এদিন পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক কার্যালয়ের তরফে আগরতলা শহরে হয় বাইসাইকেল রেলি। গণতন্ত্রের জন্য সাইক্লোথন, রাইড টু ভোট। এই বার্তায় রাজধানীর উমাকান্ত একাডেমী থেকে বের হয় সাইকেল রেলি। রেলি শুরুর আগে মাঠে হয় ছোট পরিসরে অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার, তথ্য- সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা। অতিথিরা বেলুন উড়িয়ে ও পতাকা নেড়ে বাইসাইকেল রেলির সূচনা করেন। ভোটদানে মানুষকে উৎসাহ দিতে এবং অংশগ্রহণ বাড়াতেই এধরণের কর্মসূচী।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেলিটি।