মোদীর উপরে মানুষের বিশ্বাস আছে- রতন ঘোষ

আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের পাশাপাশি দলীয় নেতা-কর্মীরাও জনসম্পর্ক অভিজনা জারি রেখেছেন। বিভিন্ন জায়গায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি করছেন ,মানুষের সঙ্গে কথা বলছেন ও দলীয় প্রার্থীর হয়ে ভোট চাইছেন। রবিবার আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচারে বের হন প্রদেশ বিজেপির নেতৃত্ব রতন ঘোষ, পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যরা। তারা বিপ্লব কুমার দেবের হয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এদিন কার্যকর্তাদের সঙ্গে ছিলেন বিজেপি কর্মী- সমর্থকরা। প্রচারের ফাঁকে বিজেপি নেতা রতন ঘোষ বলেন, মানুষের সাড়া দেখে বোঝা যাচ্ছে সরকারের পাশে রয়েছেন তারা।সরকারের কাজে খুশি সরকারি কর্মচারী- বয়স্ক মহিলা সহ অন্যরা। বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়ী হবেন। শুধু সময়ের অপেক্ষা। দুটি আসনই মোদীজীকে উপহার দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে মানুষ খুশি। মোদীজীকে ফের চাইছেন মানুষ। নরেন্দ্র মোদীর উপরে সকলের বিশ্বাস আছে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস