আই জি এমে বিকল লিফট

আগরতলা : ফের বিকল লিফট। রাজ্যের সরকারি প্রধান হাসপাতাল গুলির মধ্যে একটি আই জি এম। অভিঝগ প্রায়শই আই জি এম হাসপাতালে বিকল হ্য্বে যায় লিফট সমস্যায় পড়েন রোগী সহ পরিজনেরা। স্থায়ী সুরাহার কোন উদ্যোগ নেই বলে অভিযোগ। ফের বুধবার রাতে আচমকা বিকল হয়ে যায় আই জি এম হাসপাতালের সমস্ত লিফট। ফলে সমস্যায় পড়েন রোগী সহ পরিজনেরা। তিন- চার কিংবা পাঁচ তলায় উপরে উঠতে বেশ বেগ পেতে হয়েছে রোগী নিয়ে পরিজনদের। সমস্যায় পড়েন ডায়ালিসিসি রোগীরাও বৃহস্পতিবার। অভিযোগ সমস্যা নিরসনে কোন উদ্যোগ নেয়নি আইজিএম হাসপাতালে কর্তৃপক্ষ। কোন ক্রমে ডায়ালিসিস রোগীদের উপরে তোলা হয়। স্বাভাবিক ভাবেই ক্ষোভ উগরে দেন পরিষেবা নিতে আসা লোকজন। দাবী উঠেছে দ্রুত সমস্যার সমাধান করার। এখন দেখার দ্রুত কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় কিনা?

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে