নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে চোরের থাবা

আগরতলা : রাজধানী আগরতলায় বেড়ে চলেছে চুরির ঘটনা। অভিযোগ লোকসভা নির্বাচনের মুখে পুলিসি টহলদারির মধ্যে চুরির ঘটনা ঘটছে। রাতের আঁধারে শহরের বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে চোরেরা। চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানও।ফের রাজধানীর বনেদী শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে চোরের হানা। অভিযোগ মঙ্গলবার রাতে চোরেরা স্কুলের গ্যাস লাইনের পাইপ সহ মিটার বক্স নিয়ে যায়। রাতে ঘটনাটি নাইট গার্ডের নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষককে অবগত করেন।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান বুধবার ঘটনা লিখিত ভাবে পশ্চিম থানায় জানানো হয়েছে। টি এন জি সি এলেরও নজরে নেওয়া হয়েছে ঘটনা যাতে সারাই করে দেওয়া হয় দ্রুত।তিনি আরও জানান এর আগেও চুরির ঘটনা ঘটেছে বিদ্যালয়ে। বিদ্যালয়ের বাউন্ডারি না থাকায় চোরেরা অবাধে ঢুকছে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল