সংবিধান প্রনেতাকে শ্রদ্ধা জানাল বিজেপি এস সি মোর্চা

আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন ভারতের অখণ্ডতাকে রক্ষা করার।সমাজের অস্পৃশ্যতাকে দূর করার। পাশাপাশি এক ভারত শ্রেষ্ঠ নির্মাণের বি আর আম্বেদকরের দেখানো পথকে স্মরণ করে নরেন্দ্র মোদীও সেই পথে পরিচালিত করছেন।সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি এস সি মোর্চার উদ্যোগে। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কার্যালয়ের সামনে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি ছাড়াও ,সহ- সভাপতি তাপস ভট্টাচার্য, এস সি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস সহ অন্য কার্যকর্তারা। এদিন উপস্থিত নেতৃত্ব সংবিধান প্রনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে রাজীব ভট্টাচার্য বলেন, ডঃ বি আর আম্বেদকরের প্রতি তখনই প্রকৃত শ্রদ্ধা জানানো হবে যখন উনার দেখানো পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে