আগরতলা : রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রকে কিভাবে গুরুত্ব দিয়ে এবারের বাজেতেও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ করেছে তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার ইন্সটিটিউট অব এডভান্স স্টাডিজ ইন এডুকেশনের হিরক জয়ন্তীর অনুষ্ঠানের সূচনা করে সেই তথ্য দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জাতীয় শিক্ষা নীতির প্রস্নগত তুলে ধরে বলেন আক্ষরিক অর্থে এর বাস্তবায়ন যখন হবে তখন পড়ুয়ারা বুঝতে পারবে।৬০ বছরে পদার্পণ করেছে আগরতলা কুঞ্জবনের ইন্সটিটিউট অব এডভান্স স্টাডিজ ইন এডুকেশন। এবছর প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী। এদিন দুই দিনের উৎসবের উদ্বোধন হয়। যদিও বছর ব্যাপী চলবে অনুষ্ঠান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একটি স্মরণিকার উন্মোচন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সরকার চেষ্টা করছে পরিকাঠামোর উন্নয়নের। ত্রিপুরায় এডুকেশন হাব যাতে হয় তা চাইছে রাজ্য সরকার। তিনি বলেন, একটা রাজ্যের শিক্ষার মান যখন বাড়বে তখন তার মুখও উজ্জল হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও শিক্ষা দপ্তরের সচিব, উচ্চশিক্ষা অধিকর্তা, কলেজের অধ্যক্ষা সহ বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী সহ শিক্ষক- শিক্ষিকারা এদিন অংশ নেন অনুষ্ঠানে।