কংগ্রেসে ফিরলেন পূজন বিশ্বাস

আগরতলা : ফের কংগ্রেসে ফিরলেন পূজন বিশ্বাস। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেন।বিধানসভা নির্বাচনের আগে অভিমান করে কংগ্রেস ছেড়েছিলেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি তথা আইনজীবী পূজন বিশ্বাস। তৃণমূলে যোগ দেন। অবশেষে লোকসভা নির্বাচনের মুখে পুরনো দলেই ফিরলেন পূজন। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় যোগদান সভা। সেখানে পূজন বিশ্বাসকে বরণ করে নেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, পুজনের সাথীরা দুয়েকদিনের মধ্যে কংগ্রেসে যোগ দেবেন। তিনি এদিন অভিযোগ করেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই শাসক দল বিজেপির নগ্ন চেহারা সামনে বেরিয়ে আসছে। বিভিন্ন জায়গায় বিরোধীদের প্রচারসজ্জা তুলে নিচ্ছে কিংবা নষ্ট করে দেওয়া হচ্ছে।পুজনের পিতা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসও কয়েক মাস আগে কংগ্রেসে ফের ফিরে আসেন।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী