ভোটের কাজে যুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ শুরু

আগরতলা : রাজধানীর শিশু বিহার স্কুলে ফ্যাসিলিটেশন সেন্টার ঘুরে দেখেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। উনার সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার সহ অন্যরা। রাজ্যের আট জেলায় এমন সেন্টার খোলা হয়েছে। নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মী, সংবাদ মাধ্যমের কর্মী ও নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীদের ভোট নেওয়া হচ্ছে এসব সেন্টারের মাধ্যমে। রাজধানীর শিশু বিহার স্কুলে সোমবার থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘুরে দেখেন শিশু বিহার স্কুলে ফ্যাসিলিটেশন সেন্টার। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য ১২,৮০০ পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার বিকেল ৫ টায় শেষ হবে সরব প্রচার। এর পরে কোন ধরণের নির্বাচনী প্রচার চালানো যাবে না বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক।

Related posts

ফের দূরপাল্লার ট্রেন থেকে বিপুল নেশাসামগ্রী উদ্ধার

রক্তদান এখন রাজ্যে সামাজিক আন্দোলনের রূপ পাচ্ছে

সিপিএম সদর মহকুমা কমিটির দুই দিনের সম্মেলন শুরু