ভোট কর্মীরা পৌঁছে গেলেন ভোট কেন্দ্রে

আগরতলা : ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে পৌঁছে গেছেন ভোট কর্মীরা।কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নেওয়া হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোট। ভোট গ্রহণ কেন্দ্রগুলির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।সহযোগিতা করবেন টি এস আর -রাজ্য পুলিস। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ১৬৮২ টি। শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। প্রায় ৫০ টিরও বেশি ভোট গ্রহণ কেন্দ্রে দায়িত্বে থাকবেন মহিলা ভোট কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে পুলিস- কেন্দ্রীয় বাহিনী, ভোট কর্মীরা ভিড় করেন রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে। মূলত আট টি বিধানসভা এলাকার ভোট কর্মীরা এদিন উমাকান্ত মাঠে জড়ো হন। সেখানে ভোট কর্মীরা ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কর্মী থাকবেন ৭ জন করে। আর নিরাপত্তা বাহিনীর জওয়ান থাকবেন ৪ জন করে। এদিন সমস্ত কিছু খতিয়ে দেখতে উমাকান্ত স্কুলে যান পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার । তিনি জানান ভোট কেন্দ্র গুলির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। এছাড়াও আইন- শৃঙ্খলা রক্ষায় থাকবেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। সহযোগিতায় থাকবেন টি এস আর ত্রিপুরা পুলিস। রিটার্নিং অফিসার জানান প্রায় ১৫ হাজারের বেশি নিরাপত্তা কর্মী- ভোট কর্মী ভোটের কাজে নিয়োজিত থাকবেন।

Related posts

এখনও নিয়োগ না করায় ক্ষুব্ধ টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM