হারিয়ে যাওয়া মোবাইল পেলেন মালিকরা, চোর গ্রেপ্তার হয়নি

IMG 20230723 WA0341

আগরতলা : কারো বাড়ি, কারো দোকান কিংবা অন্য কোথাও থেকে বিভিন্ন সময়ে চুরি হয়ে যায় মোবাইল। থানায় মিসিং ডায়েরি করলেও হয়তো মোবাইল ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দুই- আড়াই মাস পরে হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে পুলিস চুরি হওয়া মোবাইল গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিভিন্ন সময়ে পশ্চিম থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরি হয়। যথারীতি থানায় মামলা হয়। পুলিস তদন্তে নামেন। পুলিস তদন্ত চালিয়ে রাজ্যের বিভিন্ন থানা এলাকা ও বিহার থেকে দুটি সহ মোট ২৫ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। যাদের কাছ থেকে পুলিস মোবাইল গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে কয়েক হাত হয়ে তাদের কাছে এসেছে। রবিবার মালিকদের পশ্চিম থানায় এনে মোবাইল গুলি তুলে দেওয়া হয়। তবে এসব ঘটনার সঙ্গে পুলিস কোন চোরকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে মোবাইল পেয়ে খুশি মালিকরা। তারা পুলিসকে কুর্ণিশ জানান।

Related posts

Lease signed with IHCL to open five-Star heritage hotel at Pushpabanta Palace: CM

পর্যটন দপ্তর ও আইএইচসিএল-র মধ্যে পুষ্পবন্ত প্যালেসে বিলাসবহুল হোটেল নির্মাণের মৌ স্বাক্ষর হয়

অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা শিবির