হারিয়ে যাওয়া মোবাইল পেলেন মালিকরা, চোর গ্রেপ্তার হয়নি

আগরতলা : কারো বাড়ি, কারো দোকান কিংবা অন্য কোথাও থেকে বিভিন্ন সময়ে চুরি হয়ে যায় মোবাইল। থানায় মিসিং ডায়েরি করলেও হয়তো মোবাইল ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু দুই- আড়াই মাস পরে হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে পুলিস চুরি হওয়া মোবাইল গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিভিন্ন সময়ে পশ্চিম থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরি হয়। যথারীতি থানায় মামলা হয়। পুলিস তদন্তে নামেন। পুলিস তদন্ত চালিয়ে রাজ্যের বিভিন্ন থানা এলাকা ও বিহার থেকে দুটি সহ মোট ২৫ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। যাদের কাছ থেকে পুলিস মোবাইল গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে কয়েক হাত হয়ে তাদের কাছে এসেছে। রবিবার মালিকদের পশ্চিম থানায় এনে মোবাইল গুলি তুলে দেওয়া হয়। তবে এসব ঘটনার সঙ্গে পুলিস কোন চোরকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে মোবাইল পেয়ে খুশি মালিকরা। তারা পুলিসকে কুর্ণিশ জানান।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে