আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ঘটনার সঠিক তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াএর দাবি জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার আশা। তিনি বলেন ক্রিকেট এসোসিয়েশনের এই অবস্থা নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত। সঠিক তদন্ত হলে অনেক রাঘব বোয়ালকে জেলে যেতে হবে। টি সি এর ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করেন। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন আশিস সাহা সহ অন্যরা। এদিন সাংবাদিকরা টি সি এ নিয়ে প্রশ্ন করতে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, টি সি এ দখলদারি নিয়ে নোংরা- জঘন্য রাজনীতি প্রকাশ্য দিবালোকে শুরু হয়েছে এর নিন্দা জানানোর কোন ভাষা নেই। বিজেপি বিরাট অংশের সমাজদ্রোহীদের জায়গা করে দেওয়া হচ্ছে। ক্রীড়াবিদদের লাঞ্ছিত হতে হচ্ছে। আশিস বাবুর প্রশ্ন আজকে টি সি এ-কে কোথায় নামিয়ে আনা হচ্ছে? তিনি মনে করেন,একটা বিশাল টাকার নয়ছয় হয়েছে বলেই একদল আরেক দলকে দোষারোপ করছে। চোর বলে আখ্যায়িত করছে। সেখানে সঠিক তদন্ত হলে সত্য উদঘাটন হবে বলে মনে করছেন তিনি। কারা ঘটনায় দায়ী সেটাও জনগণ জানতে পারবেন। তিনি বলেন টি সি এতে যারা বৈধ তাদের কাজ করার সুযোগ করে দেওয়া প্রয়োজন।