পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে জলছত্র

IMG 20240504 WA0108

আগরতলা : গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যেও প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে ।যেতে হচ্ছে কর্মস্থলে। এ অবস্থায় পথ চলতি লোকজন ও শ্রমজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে হচ্ছে জলছত্র ।রাজধানীর বিভিন্ন জায়গায় এই জলছত্রের আয়োজন করা হচ্ছে ।শনিবার আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কর্ণেল চৌমুহনি সংলগ্ন এলাকায় হয় জলছত্র ।সেখানে পথ চলতি লোকজনের মধ্যে লেবুর শরবত ও ফল বিলি করা হয়। উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতি দেববর্মা ,ওয়ার্ড সচিবসহ অন্যান্যরা। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান কর্পোরেটর।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার