ঊষাবাজার কাণ্ড নিয়ে বিস্ফোরক সুদীপ

{"remix_data":[],"source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":[],"tools_used":[],"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আগরতলা : রাজ্যের আইন- শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বিজেপি অর্থলোভী নেতাদের খাই মেটানোর বলির বখরা হয়েছে ভিকি। সি পি ডব্লিউ ডিকে কেন্দ্র করে এমন হত্যালিলা এর আগে কখনও দেখা যায়নি। ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যা কাণ্ডের তদন্ত যেভাবে চলছে পুলিস প্রকৃত অপরাধীকে ধরবে বলে মনে হয় না। শনিবার ভিকি খুন কাণ্ড নিয়ে প্রতিক্রিয়ায় এই বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, ঘটনায় যাদের গ্রেপ্তার করা মনে হয়েছে গোঁজামিল দেওয়ার চেষ্টা। সুদীপ বাবু মন্তব্য করেন, পুলিসের একাংশ ও বিজেপি দলের নেতৃত্বের সংযোগেই এসব ঘটনা ঘটছে। পুলিস প্রকৃত আসামিকে ধরতে পারে। কিন্তু পুলিস তা করবে না। তিনি অভিযোগ করেন পুলিস ঘটনাটিকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করবে। কারণ পুলিসও সুবিধাভোগী। এমন ঘটনা ঘটতেই থাকবে। কিন্তু পুলিস নির্বিকার থাকবে। তাই মুখ্যমন্ত্রী সহ পুলিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যদি ব্যবস্থা না নেন তাহলে এসব ঘটনা ঘটতেই থাকবে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন