দুর্ঘটনায় প্রয়াত দ্বীপরাজকে শ্রদ্ধা বাম ছাত্র-যুবদের 

আগরতলা : ত্রিপুরায় বেকারত্বের হার দিনের পর দিন বেড়ে যাচ্ছে। চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে বেকার দ্বীপরাজ দেববর্মা।রবিবার আগরতলায় মৌন মিছিলে অংশ নিয়ে একথা বললেন উপজাতি যুব ফেডারেশনের সভাপতি। চলতি মাসে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের পরীক্ষা দিতে যাওয়ার পথে ডিমা হাসাও এলাকায় বাস দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় রাজ্যের যুবক দ্বীপরাজ দেববর্মার। প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার বিকেলে আগরতলা শহরে মৌন মিছিল বের করে চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন।এদিন আগরতলা কর্নেল চৌমুহনী থেকে মৌন মিছিল বের করে তারা। পরে উত্তরগেট স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে গিয়ে শেষ হয়।সেখানে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা মোমবাতি প্রজ্জলন করে। উপস্থিত ছিলেন যুব নেতা নবারুণ দেব, কুমুদ দেববর্মা, কৌশিক রায় দেববর্মা, ছাত্র নেতৃত্ব সুলেমান আলি, সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা সহ অন্যরা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে