টি সি এ-র এ ডিভিশনের তিন ম্যাচ হয় রবিবার

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত এ ডিভিশন লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার প্রথমদিন ছিল তিনটি ম্যাচ। এদিন তিন মাঠে হয় তিনটি ক্রিকেট ম্যাচ।রাজধানির এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইউ বি এস টি ও কসমোপলিটান।ম্যাচে ইউ বি এস টি প্রথমে ব্যাট করতে নেমে ১৪৬ রান করে। ১৪৭ রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে কসমোপলিটান ৩০ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।ম্যাচে কসমোপলিটান ৫ উইকেটে ইউ বি এস টিকে পরাজিত করে জয়ী হয়।আরেকটি ম্যাচ হয় নরসিংগড়স্থিত টি আই টি মাঠে। সেখানে মুখোমুখি হয় মৌচাক ও হার্ভে। মৌচাক ক্লাবকে ১৬২ রানের বড়ো ব্যবধানে পরাজিত করে হার্ভে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ওপিসিকে ৩ উইকেটে পরাজিত করে পোলস্টার ক্লাব। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব জানান লীগ শেষে হবে সুপার ফোর।তিনি আরও জানান, ১০ মে থেকে শুরু হবে স্কুল মিট। তালতলা পঞ্চায়েত মাঠে হবে খেলাগুলি। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় খেলা চলছে বলে জানান সচিব।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল