টি সি এ-র এ ডিভিশনের তিন ম্যাচ হয় রবিবার

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত এ ডিভিশন লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার প্রথমদিন ছিল তিনটি ম্যাচ। এদিন তিন মাঠে হয় তিনটি ক্রিকেট ম্যাচ।রাজধানির এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইউ বি এস টি ও কসমোপলিটান।ম্যাচে ইউ বি এস টি প্রথমে ব্যাট করতে নেমে ১৪৬ রান করে। ১৪৭ রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে কসমোপলিটান ৩০ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।ম্যাচে কসমোপলিটান ৫ উইকেটে ইউ বি এস টিকে পরাজিত করে জয়ী হয়।আরেকটি ম্যাচ হয় নরসিংগড়স্থিত টি আই টি মাঠে। সেখানে মুখোমুখি হয় মৌচাক ও হার্ভে। মৌচাক ক্লাবকে ১৬২ রানের বড়ো ব্যবধানে পরাজিত করে হার্ভে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ওপিসিকে ৩ উইকেটে পরাজিত করে পোলস্টার ক্লাব। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব জানান লীগ শেষে হবে সুপার ফোর।তিনি আরও জানান, ১০ মে থেকে শুরু হবে স্কুল মিট। তালতলা পঞ্চায়েত মাঠে হবে খেলাগুলি। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় খেলা চলছে বলে জানান সচিব।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার