নেশার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচী

আগরতলা : নেশার রমরমা রাজ্যের সর্বত্র। উঠতি বয়সী ছেলে-মেয়েদের পাশাপাশি যুবক-যুবতীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। অকালে ঝড়েও যাচ্ছে বহু প্রাণ। বিপথে পরিচালিত হচ্ছে যুব সমাজ। এই অবস্থায় ত্রিপুরাকে নেশামুক্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রচারাভিযান। রাজধানীর বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটও এগিয়ে এসেছে। প্রায় একমাস ধরে এনএস এস স্বেচ্ছাসেবকরা কর্মসূচী হাতে নিয়ে প্রচার চালাচ্ছে। আগরতলা শহরে পোস্টার লাগিয়েছে তারা। সোমবার বর্ডার গোলচক্কর এলাকায় রেলি করে বাড়ি বাড়ি লিফলেট বিলি করে ছাত্রীরা। এদিন সচেতনতা মূলক লিফলেট বিলি কর্মসূচীতে ছিলেন স্কুলের এন এস এস প্রোগ্রাম অফিসার শ্যামল দে। কর্মসূচী ঘিরে ভালো সাড়া পড়ে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM