আগরতলা : দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবির করলো এসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার অফ ত্রিপুরা। রবিবার রাজধানীর সুকান্ত একাডেমীতে হয় সম্মেলন ও রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, এসোসিয়েশানের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যরা।
এদিন এসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার অফ ত্রিপুরা। তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।সংগঠনের পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন,রক্তদানকে সামনে রেখে রাজ্যে একটা জাগরণ তৈরি হয়েছিল। রাজ্যের জন সংখ্যার অনুপাতে ১ শতাংশ রক্ত ব্লাড ব্যাঙ্কে মজুত রাখতে হয়। বর্তমানে এক ইউনিট রক্তদিয়ে চার জনের জীবন বাঁচানো সম্ভব হয়। সব ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং-এর একটা বিষয় রয়েছে। গ্রামীণ এলাকার উন্নয়নের প্রতিটি বসিয়ে সচেতন কেন্দ্রীয় সরকার। কৃষকদের মান উন্নয়ন- আর্থিক উন্নয়ন কিভাবে হবে সেই ল ক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন এখন ধরা পড়ে। উন্নয়নের সীমা হল আকাশ। ইঞ্জিনিয়ারদের ছাড়া কিছুই হবে না। নিশব্দে ইঞ্জিনিয়াররা কাজ করছেন। শুন্যপদ যখন সৃষ্টি হবে তখন পূরণ করা হবে। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া।বর্তমান সরকারের কাছে দাবি পেশ করতে হয় না এর আগের পূরণ করে ফেলে। তিনি প্রধানমন্ত্রীর অ্যাক্ট- ইস্ট পলিসির কথা তুলে ধরে বলেন, উত্তর- পূর্বাঞ্চলের এতো উন্নয়ন হয়েছে। সেসবেও ইঞ্জিনিয়ারিং-র বিষয়।