ড্রাগস সহ পুলিসের জালে ৫ জন

আগরতলা : নেশার মৃগয়া ক্ষেত্রে যেন পরিণত হচ্ছে রাজধানী আগরতলা। অভিযোগ শহরের আনাচে কানাচে দেদার বিক্রি হচ্ছে ড্রাগস। নেশাখোরদের আড্ডাস্থল যত্রতত্র। এবার সন্ধ্যারাতে পুলিসের জালে ব্রাউন সুগার সহ ৫ জন। পূর্ব আগরতলা থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিস অভিযান চালায় কলেজটিলা শিবনগর লেকের পাড়। সেখানে একটি স্কুটি সহ তিনজনকে আটক করে। তবে পালিয়ে যায় স্কুটি চালক। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে।তাদের কথামতো কল্যাণী এলাকা থেকে আরও দুইজনকে আটক করে পুলিস। ৫ জনের কাছ থেকে উদ্ধার হয় ১৬ গ্রাম ব্রাউন সুগার, নগদ ১২০০ টাকা, দুটি মোবাইল। পুলিস জানায় ঘটনায় স্কুটি চালক সহ চন্দ্রপুর এলাকার আরেকজন যুক্ত রয়েছে বলে ধৃতরা জানায়। তাদেরও গ্রেপ্তার করা হবে। এদিকে ধৃত ৫ জনকে ৩ দিনের পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে