শ্রমভবনের সামনে বিক্ষোভ- গণঅবস্থান

আগরতলা : রাজ্যের বিভিন্ন ইটভাটায় কাজ করা পরিযায়ী শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। ফলে সমস্যা তারা। এসব সুরাহার দাবিতে অফিস লেন শ্রম ভবনের সামনে বিক্ষোভ- গণ অবস্থান ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের। প্রতিবছর শীতের মরশুমে বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা ত্রিপুরায় আসেন বিভিন্ন ইটভাটায় কাজ করতে। কাজ শেষে বর্ষার মরশুমে তারা যখন বাড়ি যান তখন মালিক পক্ষ শ্রম আধিকারিকদের সামনে তাদের সমস্ত হিসেব বুঝিয়ে দেন। এমনকি শ্রমিকদের নিজ রাজ্যে যাওয়ার যানবাহনের খরচও দিয়ে দেওয়া হতো। এটাই নিয়ম। কিন্তু এবছর কিছু ইটভাটায় ব্যতিক্রম ঘটনা ঘটছে। অভিযোগ মালিকরা শ্রমিকদের বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের হিসেব করে মজুরি মিটিয়ে দিচ্ছেন না। এতে সমস্যায় পড়েছেন শ্রমিকরা। নিজেদের অর্থ খরচ করে থাকতে হচ্ছে অনেক শ্রমিককে। তাই ইটভাটা শ্রমিকদের সমস্ত সমস্যা মিটিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামল সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। সোমবার সংগঠনের তরফে আগরতলা অফিস লেন শ্রম ভবনের সামনে বিক্ষোভ-গণঅবস্থান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সম্পাদক সমর চক্রবর্তী, ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস, জয়া বর্মণ সহ অন্যরা। তাদের অভিযোগ বিজেপি সরকার আসার পর থেকেই শ্রমিকদের মজুরি নিয়ে তালবাহান চলছে।অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য মজুরি মিটিয়ে দেওয়া, শ্রম দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে শ্রমিকদের প্রাপ্য মজুরি হিসেব চূড়ান্ত করা, শ্রমিক নিজ রাজ্যে যাওয়ার পরিবহণ খরচ, যাওয়ার পথে খাওয়া, পানীয় জল ওষুধের খরচ মালিক কর্তৃপক্ষকে দেওয়া সহ ৪ দফা দাবি সংগঠনের।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath