আগরতলা : ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা ভবনে ডেপুটেশন-বিক্ষোভ এআইডিএসও-র।সোমবার সংগঠনের তরফে শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন এআইডিএসও-র নেতৃত্ব রাম প্রসাদ পাল ও মৃদুল কান্তি সরকার। তাদের দাবির মধ্যে রয়েছে শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে ছাত্র-শিক্ষক সংগঠন ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেওয়া, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা, বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রথম শ্রেণীর থেকেই ইংরেজি বিষয়কে গুরুত্ব সহকারে পড়ানো, বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে নবম শ্রেণী থেকে আচমকা ইংরেজি মাধ্যম শিক্ষাদান সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়া, ডেভেলপমেন্ট-র নামে সরকারি স্কুল থেকে কোনরকম ফি আদায় না করা সহ বিভিন্ন দাবি সংগঠনের। এদিন এসব দাবিতে সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সংগঠিত করে।